স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সীমিত দরপত্র পদ্ধতির (LTM) দরপত্রে অংশগ্রহণের নিমিত্তে তালিকাভুক্তিকরণ ও হালনাগাদ প্রক্রিয়া অফলাইন পদ্ধতিতে চলমান রয়েছে| উক্ত ঠিকাদার তালিকাভুক্তিকরণ ও হালনাগাদ প্রক্রিয়া সম্পাদনের ক্ষেত্রে বিদ্যমান অফলাইন পদ্ধতির পাশাপাশি অনলাইন পদ্ধতি (Electronic Enlistment System-EES) চালু করা হয়েছে। EES পদ্ধতিতে আগ্রহী ঠিকাদারগন www.mygov.bd ওয়েবসাইটে “নাগরিক লগইন” অপশন ব্যবহার করে রেজিস্ট্রেশন পূর্বক "LGED Tenderer's Enlistment Application' সেবাটি অনুসন্ধানের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে এলজিইডির ব্রাহ্মণবাড়িয়া জেলার নির্বাহী প্রকৌশলীর কার্যালয় বরাবর অনলাইনেই জমা দিতে পারবেন ও পরবর্তীতে তালিকাভুক্তি সনদ ডাউনলোড করতে পারবেন। উল্লেখ, উক্ত ওয়েবসাইটে অটোমেটেড চালান সিস্টেমের মাধ্যমে ফি প্রদানের ব্যবস্থা রয়েছে। এ সংক্রান্ত সকল তথ্যাদি অফিস চলাকালীন সময়ে অত্র কার্যালয় হতে জানা যাবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস